কে এই এরশাদ শিকদারের মেয়ে এশা ?
জান্নাতুল নওরীন এশা। এরশাদ শিকদারের ২২ বছর বয়সী মেয়ে। এশার গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার মজিদ সরণি রোড এলাকায়। রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের ৯/২/সি ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন এশা। এই ভবনেই নিজেই নিজেকে শেষ করে দেন এশা।
গত ৪ঠা মার্চ ভোরের দিকে ঘটা ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই ঘটনার ৬ মাস পর পলাতক প্রেমিক প্লাবন ঘোষের নামে চার্জশিট জমা দেয়ার প্রস্তুতি নিয়েছে পুলিশ। বলা হচ্ছে, এশার ঘটনায় প্লাবণের প্ররোচনা রয়েছে। এ কারণেই নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন এশা।
এশার সঙ্গে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মালিকের ছেলে প্লাবন ঘোষের ৮ মাসের প্রেমের সম্পর্ক ছিল। ধর্ম পরিবর্তন করে প্লাবন এশাকে বিয়ে করবে বলে কথাও দিয়েছিল। কিন্তু পরে ধর্মের কারণেই বিয়ে করতে পারবে না বলে এশাকে এড়িয়ে যাওয়া শুরু করে সে। এসব নিয়ে প্লাবনের সঙ্গে প্রায়ই এশার ঝগড়া হতো।
পুলিশের ভাষ্য, সেদিনও হয়তো এশার সঙ্গে প্লাবনে র ঝগড়া হয়। এ কারণে রাতে এশা তাঁর দুই হাতে আঘাত করে প্রেমিককে ভিডিও কল দেয়। তাতেও প্লাবন বিয়েতে রাজি না হয়ে উল্টো বিবাদে জড়ায়। একপর্যায়ে তাঁকে ভিডিওকলে রেখেই নিজেকে শেষ করে দেন এশা।
হাল আমলের ছোট ভিডিও নির্মাণের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করতেন এশা। টিকটকার হিসেবে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। এমনকি বাংলাদেশি জনপ্রিয় টিকটকারদের মধ্যেও একজন ছিলেন এশা।
এশা ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। সিটি কলেজ থেকে এইচএসসি পাস করার পর আর কোথাও ভর্তি হননি। সূত্র বলছে, পড়াশোনা বেশিদূর না এগুলেও টিকটক ও অন্যান্য সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি প্রায়ই নতুন বন্ধু-বান্ধব নিয়ে বাসায় আসতেন এশা।
এশার মায়ের দাবি, ধর্ম বদলে এশাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্লাবন। পরে সে অবস্থান থেকে সরে গিয়ে এশাকে দুনিয়া ছাড়তে প্ররোচিত করে প্লাবন। তাঁর কারণেই এশা নিজেকে শেষ করে দেন বলে দাবি মা সানজিদা আক্তার।
সাদাকালো নিউজ