কে এই আবদুল গনি বারাদার?
সাদাকালো নিউজ ডেস্ক
মার্কিন বাহিনীর হাতে ২০ বছর আগে ক্ষমতা হারায় তালেবান। দীর্ঘ লড়াই শেষে পুনরায় সেই ক্ষমতা ফিরে পেয়েছে গোষ্ঠীটি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আবদুল গনি বারাদার।
এরপর থেকেই বারাদারকে ঘিরে বিশ্বের মানুষের আগ্রহ বেড়েছে। সবাই জানতে চাইছেন, কে এই মোল্লা আবদুল গনি বারাদার।
তালেবান আন্দোলন প্রতিষ্ঠাতাদের অন্যতম হচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। তিনি গোষ্ঠীটির রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কাতারের দোহায় আমেরিকা এবং আফগান সরকারের সঙ্গে শেষ পর্যায়ের শান্তি বৈঠকে তালেবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বারাদার।
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ বন্ধু এই বারদার । ২০১০ সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র যৌথ অভিযানে তিনি পাকিস্তানের করাচি শহরে ধরা পড়েন। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে তিনি মুক্তি পান।
১৯৬৮ সালে আফগানিস্তানের ওরুজগান প্রদেশের দেহ রাহওয়াদ জেলার উইটমাক গ্রামে বারাদারের জন্ম বেড়ে ওঠা কান্দাহারে। তালেবান আন্দোলনের শুরু ওই শহরে। ১৯৮০ সালে ১৯৮০ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী হটাতে মার্কিন বাহিনীর সহায়তায় লড়াই করেছেন তিনি।
১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান শাসনামলে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বারাদার। তিনি হেরাত আর নিমরোজের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।