কে এই আনিসা শাহিদ, হঠাৎ কেন আলোচনায়?
সাদাকালো নিউজ ডেস্ক
বর্তমান আফগানিস্তানে সাংবাদিকতার অন্যতম পরিচিত মুখ আনিসা শাহিদ। আফগানিস্তান ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। বদলে যায় শাসক। এরই মধ্যে এক ব্যতিক্রমী নারী সাংবাদিক এই আনিসা।
এক বুক সাহস নিয়ে সাংবাদিকতায় আসা আনিসা শাহিদকে ২০২১ সালের এপ্রিলে আফগানিস্তানের ফ্রি স্পিচ হাব নেটওয়ার্কের তরফে বছরের সেরা সাংবাদিক নির্বাচিত করা হয়।
আনিসার বাবা চেয়েছিলেন মেয়ে শিক্ষিক হবেন। কারণ, আফগানিস্তানে সেটির চেয়ে নিরাপদ পেশা আর নেই। কিন্তু লড়াকু মনের আনিসা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেই পরিবারকে জানিয়েছিলেন, সাংবাদিক হতে না পারলে বাড়িতে বসেই বাকি জীবন কাটিয়ে দেবেন!
ব্যস… সেই থেকে শুরু। সেই আনিসাই এখন নানা প্রতিকূলতা অতিক্রম করে কাজ করে চলেছেন সংবাদ কর্মী হিসেবে।
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন আনিসা। ২০০৯ সালে দেশের সব চেয়ে বড় সংবাদমাধ্যমে কাজ করার সুযোগ পান। বাবা তত দিনে মেনে নিয়েছেন মেয়ের সিদ্ধান্ত।
অনিসা জানান, ‘চাকরি শুরু করার ৫ বছর থেকেই বাবা মা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতেন। কিন্তু আমি সাহসের সঙ্গে এগিয়ে যাই।’
২০০১ সাল থেকে আফগানিস্তানে প্রাণ দিতে হয়েছে একাধিক সাংবাদিককে। বাক্স্বাধীনতা না থাকার দেশে সাংবাদিকতা যে নিরাপদ পেশা নয়, তা প্রতিটি পদক্ষেপে টের পান তিনি। আর তাতে জেদ আরও বেড়ে যায়।
আনিসা সংবাদমাধ্যমে বলেন, তিনি পিছিয়ে যাবেন না। আফগানিস্তানের না-বলা ইতিহাস বিশ্বকে জানাবেন তিনি। আফগানিস্তানের মানুষ শান্তি চায়, তাদের মতো আমিও একটি শান্তিপূর্ণ আফগানিস্তানে বাঁচতে চাই।