কেমন আছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত?
নাফিজা আক্তার
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত খেতে পারছেন না। তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। এ কারণে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুহিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন। তবে আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগের থেকে অনেকটা ভালো আছেন মুহিত।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাইয়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশ-বিদেশের সবার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।’
গত বছরের ২৫ জুলাই সাবেক এই অর্থমন্ত্রীর করোনা শনাক্ত হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ২৯ জুলাই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত বছরের ১৪ আগস্ট তার করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে। ১৮ আগস্ট তিনি সিএমএইচ থেকে তার ঢাকার বনানীর বাসায় ফেরেন।
২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন মুহিত। এরশাদ সরকারের আমলে দুটিসহ ১২টি বাজেট দিয়ে রেকর্ড সৃষ্টি করেন তিনি। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি অবসরে যান। বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য।