
কুমিল্লায় শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ
সাদাকালো নিউজ
কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে জেলা শিল্পকলা একাডেমি থেকে। এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
নির্ধারিত সময়ের বেশ আগে থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। তবে, ভোটগ্রহণ শুরুর প্রথম ঘণ্টায় বৃষ্টির বাগড়ায় ভোগান্তিতে পড়েন ভোটাররা। এরপর মোটামুটি পুরোদিনই আকাশ মেঘলা ছিলো।
নির্বাচনে কোনো সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। ফিঙ্গারপ্রিন্ট না মেলা, এক বুথের ভোটাররা অন্য বুথে যাওয়া নিয়ে এমন ভোগান্তির সৃষ্টি হয় বলে অভিযোগ।
কুমিল্লা সিটির নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। এ নির্বাচন আয়োজন নিয়ে ইতিমধ্যে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসি চিঠি দেয়ার পরও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এলাকা না ছাড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লায় নির্বাচন কমিশনের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে।
কুমিল্লায় মেয়র পদে প্রতিদ্বন্দিত্বা করছেন পাঁচ প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ জনের মতো প্রার্থী আছে ভোটের মাঠে। এ নির্বাচনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দুজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।