কুমিল্লাকে দুবাই বললেন নাসির
নাফিজা আক্তার
কাউন্সিলর কাপ টুর্নামেন্টে অংশ নিতে বর্তমানে কুমিল্লায় আছেন ক্রিকেটার নাসির হোসেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন নাসির। এসময় তিনি বলেন, কুমিল্লা দেখে অনেক ভালো লেগেছে। আগের থেকে অনেক পরিবর্তন এসেছে কুমিল্লায়। যা দেখে আমার কাছে দুবাই মনে হচ্ছে।
কাউন্সিলর কাপ টুর্নামেন্ট বিষয়ে নাসির বলেন, আমি আশা করছি, এই খেলার মধ্য দিয়ে আমরা ভালো কিছু দেখবো। কুমিল্লা থেকে প্রতিভাবান কিছু খেলেয়াড় জাতীয় দলে উঠে আসুক এই প্রত্যাশা করি।
বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাসির হোসেনের দল পরাজয় হয়। ম্যাচে নাসিরের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। ২ ওভার বোলিংয় করে পান ১ উইকেট।
১৯৯১ সালের ৩০ নভেম্বর রংপুরের দেওয়ান বাড়িতে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নাসির হোসেন। পরিবারে ৪ ভাই ও ১ বোনের মধ্যে নাসিরের অবস্থান চতুর্থ। বাবা চাকরিজীবী, মা গৃহীনি।
২০১১ সালের ১৪ আগস্ট হারারেতে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে অলরাউন্ডার নাসির হোসেনের। সেই ম্যাচেই ৬৩ রান করে ভালোভাবেই জানিয়েছিলেন নিজের আগমনী বার্তা। এর পর একের পর এক ইনিংস উপহার দিয়েছেন নাসির। এখন পর্যন্ত ১৯ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাসির। সর্বশেষ ২০১৭ সালে বিপিএলে সিলেট সিক্সার্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।
এক সময়ের মাঠ কাঁপানো খেলোয়াড় নাসির হোসেন নবাগত চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন অনেক আগে। আবার নতুন করে বিপাকে পড়েছেন কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করে। পরের বউকে বিয়ে করে এখন আদালত থেকে আদালতে ঘুরে বেড়াচ্ছেন নাসির। জাতীয় দল থেকে বাদ পড়া এই খেলোয়াড়ের এবার বিপিএলেও জায়গা হয়নি।
কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে ভালোই খেলেছিলেন নাসির। চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে সুপার লিগে ফিফটি হাঁকিয়ে শেখ জামালকে উপহার দিয়েছিলেন স্মরণীয় জয়। এরপরও তাকে বিবেচনায় আনেনি কোনো দল।