কিয়েভে পুনরায় কারফিউ জারি
সাদাকালো নিউজ
রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত কারফিউ জারি করেছে শহরের মেয়র।
আল-জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ থাকবে।
মঙ্গলবার শহরের দোকান, ওষুধের দোকান এবং পেট্রোল স্টেশনগুলো বন্ধ থাকবে।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে মেয়র লিখেন,‘কারফিউ জারির সময় সবাই বাড়িতে থাকবেন অথবা সাইরেনের সংকেত বেজে ওঠলে নিরাপদ আশ্রয়ে চলে যাবেন।’
ইউক্রেনে রুশ বাহিনীর হামলার তীব্রতা বৃ্দ্ধি পাচ্ছে। প্রতিদিনই দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে কর্ণপাত করছেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বরং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।