কিসের অবাঞ্ছিত, মাত্র শুটিং করে আসলাম: পীরজাদা হারুন
নাফিজা আক্তার
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অভিনেতা ও সরকারি কর্মকর্তা পীরজাদা শহীদুল হারুনের ওপর বেজায় চটেছিল চলচ্চিত্রের ১৭ সংগঠন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন ভোটার ও প্রার্থী ছাড়া কাউকে বিএফডিসিতে ঢুকতে না দেওয়ায় পরদিন এক সংবাদ সম্মেলনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন ১৭ সংগঠনের নেতারা। তার সঙ্গে যেন কেউ সিনেমা না করেন, সেই আহ্বানও জানিয়েছিলেন তারা।
কিন্তু ১৭ সংগঠনের সেই ঘোষণাকে পাত্তায় দিচ্ছেন না শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা শহীদুল হারুন। তিনি বলেছেন, ‘কিসের অবাঞ্ছিত, আমি মাত্র শুটিং করে এলাম। আমার মুখে মেকাপ দেওয়া আছে। অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ ছবির শুটিং করেছি। আমি অবাঞ্ছিত হলে শুটিং করতাম কীভাবে?’
১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শপথগ্রহণ করে ছোটপর্দার শিল্পীদের নিয়ে গঠিত অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটি। সেখানে শহীদুল হারুনও উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অবাঞ্ছিত হওয়া এবং শুটিং নিয়ে তিনি কথা বলেন।
পীরজাদা শহীদুল হারুন বলেন, ‘আমাদের চলচ্চিত্র জগতের মানুষেরা একটু বেশিই আবেগি। তারা আবেগে বয়কট করে আবার কাজেও নেয়। আমার আগে শাকিব খানকে বয়কট করেছিলেন। তার আগে একাধিক শিল্পীদের অবাঞ্ছিত করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। তাই অবাঞ্ছিত করা হয়েছে শুনে আমার মোটেও খারাপ লাগছে না।’