কিয়ারার ৯ বছর
সাদাকালো নিউজ
কিয়ারা বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে একজন । একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে নির্মাতাদের সবচেয়ে পছন্দের তালিকার শীর্ষে তিনি। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৯ বছর পার করলেন কিয়ারা আদভানি। ফুগলি নামক চলচ্চিত্রের মাধ্যমে ২০১৪ সালে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন কিয়ারা।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র শিল্পে তার নয় বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হাতের লেখা একটি নোট প্রকাশ করেছেন কিয়ারা। ‘ভুল ভুলাইয়া ২’ তারকা তার এই অভূতপূর্ব যাত্রায় পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানাতে নোটটি লিখেছেন।
তিনি লিখেছেন, “আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই এই ৯ বছর আমাকে সমর্থন করার জন্য এবং আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।
আপনাদের প্রত্যেককে ছাড়া এই যাত্রা সফল হতো না। আমি কৃতজ্ঞ যে আমি আপনাদের পরিবার এবং জীবনের একটি অংশ হওয়ার সুযোগ পেয়েছি।”
কিয়ারা আরো লিখেছেন, “আমার সমস্ত উত্থান-পতনের মধ্যে আমার পেছনে থাকার জন্য এবং আজ আমার অভিনেত্রী হওয়ার পেছনে আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। ৯ বছর পেরিয়ে গেছে এবং মনে হচ্ছে এটি সবেমাত্র শুরু হয়েছে!”
এছাড়াও তার কাজ পছন্দ করার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
এই নয় বছরে এস ধোনি, কবির সিং, শেরশাহ, ভুল ভুলাইয়া ২, যুগ যুগ জিও-এর মতো সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন কিয়ারা। তিনি অভিনয় করেছেন দক্ষিণের সুপারহিট চলচ্চিত্রেও। সামনে তাকে দেখা যাবে কার্তিক আরিয়ানের সাথে ‘সত্যপ্রেম কি কথা’ চলচ্চিত্রে। সামনে তার বেশ কিছু বড় বাজেটের মুভিও হাতে রয়েছে।