কাল গোপালগঞ্জে দুটি মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সাদাকালো নিউজ
বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে গোপালগঞ্জ জেলায় ৬টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দু’টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিন তলা বিশিষ্ট এ মডেল মসজিদে রয়েছে আধুনিক সব ব্যবস্থা। এ মসজিদে এক সাথে এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। রয়েছে নারী ও পুরুষদের জন্য পৃথক ওজু খানা ও নামাজের স্থান।
এছাড়া রয়েছে লাইব্রেরি, গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, ব্যবস্থা রাখা হয়েছে মৃতদেহ গোসলের। আর এমন মজসিদ নির্মাণ করায় খুশি সাধারণ মানুষসহ মুসল্লিরা।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানান, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইসলামকি ফাউন্ডেশন, গোপালগঞ্জ এর ফিল্ড সুপারভাইজার খন্দকার লুৎফর রহমান বলেন, এ মসজিদ উদ্বোধন হলে মুসল্লিদের জন্য নামাজ আদায় সহজতর হবে।
গণপূর্ত অধিদপ্তর, গোপালগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই মডেল মসজিদ দু’টির সকল কাজ শেষ করা হয়েছে।
১২ কোটি ৬০ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে টুঙ্গিপাড়া ও ১১ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে মুকসুদপুর উপজেলা মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে।