কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
সাদাকালো নিউজ ডেস্ক
করোনার কারণে ঘরবন্দি জীবন। দীর্ঘ ৫৪৩ দিন পর মুক্তি মেলায় গত ১২ই সেপ্টেম্বর ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পাঠদান চলছে দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল- সি/আই/এস/ডি তেও।
সরকারি নির্দেশনার পরও ঢাকার বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুল এখনো শুরু করতে পারেনি শ্রেণিকক্ষে পাঠদান। অথচ, পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে কার্ডিফ ইন্টারন্যাশনাল। প্রায় ১৮ মাস পর আবারও স্কুলে এসে হতাশ হতে হয়নি শিক্ষার্থীদের।
শুধু শ্রেণিকক্ষের কার্যক্রমে শিক্ষার্থীদের আবদ্ধ রাখেনি সিআইএসডি। গত ২১শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উপলক্ষ্যে কার্ডিফ স্কুলে আয়োজন করা হয় এক বর্ণিল অনুষ্ঠানের। নাচ-গানের মাধ্যমে ঘৃণামুক্ত পৃথিবী গড়ার প্রতিজ্ঞা করে স্কুলটির কয়েকশো শিক্ষার্থী।
দীর্ঘদিন ঘরবন্দি শিশুদের মনোবল বাড়াতে শিক্ষার্থীদের নিয়ে এবার খোলা মাঠে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল। রাজধানীর লালমাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার সকালে উদ্বোধন হয়েছে তিনদিনের ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় কচি-কাঁচা শিক্ষার্থীরা। অনেকদিন পর শিশুদের মাঝে প্রাণ ফিরে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন উপস্থিত অভিভাবকেরা।
কার্ডিফ স্কুলের ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের পরিচালক হিরোশি সাইতো। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী নুয়াইন থা থান এবং জেএমআই গ্রুপের নির্বাহী পরিচালক তানভীর হোসাইন।
কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। রাজধানীর ধানমণ্ডি এবং লালমাটিয়ায় রয়েছে প্রতিষ্ঠানটির দুইটি শাখা।