কারিগরি ত্রুটি, লেনদেন বন্ধ ডিএসইতে
সাদাকালো নিউজ
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিট থেকে ডিএসইতে বন্ধ রয়েছে লেনদেন। ওই সময়ের পর থেকে ডিএসইর ওয়েবসাইট আপডেটও বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলা ১২টার দিকে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান রাইজিংবিডিকে বলেন, ট্রেডিংয়ে কখন সমস্যা হয়েছে আমি জানি না। এ বিষয়ে তো এখনও আমাকে কেউ কিছু বলেনি। আমি একটু খোঁজ নিয়ে দেখছি।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একজন কর্মকর্তা বলেন, আমাদের সফটওয়্যারের সিষ্টেমে সমস্যা দেখা দিয়েছে। যে কারণে লেনদেন বন্ধ রয়েছে। তবে এখনো সমস্যা চিহ্নিত করতে পারিনি। দ্রুত লেনদেনে ফেরার জন্য আইটি টিম কাজ করছে।
এদিকে লেনদেন বন্ধের বিষয়ে বিভিন্ন ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বলেন, হঠাৎ করেই সফটওয়্যারে কোন আদেশ দিতে পারছি না। সেটা ক্রয় কিংবা বিক্রয় উভয় ক্ষেত্রেই। শুধু আমাদের হাউজেই এ সমস্যা কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েকটি হাউজে যোগাযোগ করেছি। কিন্তু সবাই এই সমস্যার মধ্যে আছে।