কারণ ছাড়াই অস্বাভাবিক শেয়ারদর বাড়ছে জেমিনি সি ফুডের
সাদাকালো নিউজ
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকা কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। দেশে উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।
বুধবার (৫ এপ্রিল) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই ও সিএসই সম্প্রতি কোম্পানিটিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হযয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়ছে।