শিরোপা জয়ে মরিয়া নেইমার!
সাদাকালো নিউজ
দুর্ভাগ্য ও ইনজুরির কারণে সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। দলের জন্য চেষ্টা করেও রাখতে পারছেন না কোনো ভূমিকা। তবে জাতীয় দলের জার্সিতে বরাবরই উজ্জ্বল ফুটবলের রাজপুত্র। ব্রাজিলের হয়ে জিতেছেন অলিম্পিক ও কনফেডারেশনস কাপ। কিন্তু সবচেয়ে আরাধ্য যে ট্রফি, সেই বিশ্বকাপটা হাতে তোলার সৌভাগ্য হয়নি পিএসজি সুপারস্টারের।
গত দুটি বিশ্বকাপেই তাকে ঘিরে ৬ষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন বুনেছিল ব্রাজিল। দুবারই হতে হয়েছে হতাশ। তবে আর কোন হতাশা নয়। এবার কাতারে ব্রাজিলকে হেক্সা এনে দিতে মরিয়া নেইমার। জানিয়েছেন, প্রয়োজনে জীবন দিয়ে দিতেও প্রস্তুত তিনি।
কিছুদিন আগে অনেকটা ঘটা করে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু দলটিকে এনে দিতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ। চলতি আসরেও পুড়তে হয়েছে হতাশায়।
সম্প্রতি এক সাক্ষাতকারে নেইমার জানিয়েছেন, এই বছর বিশ্বকাপ জিতে সকল হতাশা দূর করার মিশন তাঁর। বলেন, ‘আমি সত্যিই এবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা পারিনি। এখন আমি ২০২২ সালটা বিশ্বকাপ জিতে শেষ করতে চাই।’
ব্রাজিলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার আরও বলেন, ‘আমি বিশ্বকাপের জন্য প্রয়োজনে আমার জীবন দিয়ে দেব। আমি দুইবার বিশ্বকাপ খেলেছি, তাই এই টুর্নামেন্টর ধরন আমার ভালোই জানা। আপনি অপ্রস্তুত থাকলে সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে না। তাই আমি এটাকে ছেড়ে দিতে পারি না।’