কাঞ্চন-নিপুণকে শপথ পাঠ করালেন মিশা
জহুরা আক্তার
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় এফডিসির প্রাঙ্গনে তাকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির বিদায়ী সভাপতি মিশা সওদাগর।
নিয়ম অনুযায়ী এরপর এক এক করে বাকি নির্বাচিত নেতাদের শপথ পাঠ করান ইলিয়াস কাঞ্চন। এদিন শপথ গ্রহণ করেন সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নায়িকা নিপুণ, সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন। এছাড়াও শপথ নেন কার্যকরী পরিষদে জয়লাভ করা অমিত হাসান, ফেরদৌস, কেয়া, জেসমিন।
গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে জয়লাভ করেন সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন নায়ক জায়েদ খান। তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে বেশকিছু অনিয়মের অভিযোগ তুলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ। এর ফলে ৫ ফেব্রুয়ারি নির্বাচনের আপিল বোর্ড জায়েদের প্রার্থীতা বাতিল ঘোষণা করে। এ কারণে নায়িকা নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
তবে নিপুণের এই জয়কে মেনে নেননি নায়ক জায়েদ খান। তিনি দাবি করেছেন, এই আপিল বোর্ড অবৈধ। আমি কঠোর ব্যবস্থা নিবো। এমনকি আজকের শপথ অনুষ্ঠানেও দেখা যায়নি গেল দুই মেয়াদের এই সাধারণ সম্পাদককে।
অবশ্য আজকের শপথ অনুষ্ঠানে সবচেয়ে বড় অবাক করার বিষয় হল- মিশা সওদাগর। কারণ জায়েদ প্যানেলের অন্যরা কেউ উপস্থিত না থাকলেও বিদায়ী সভাপতি হিসেবে মিশা সওদাগর আজকের শপথ অনুষ্ঠানে এসেছিলেন। তিনি এসে নতুন সভাপতিকে শপথও পাঠ করান।
ক্ষমতা হস্তান্তর করে প্রাক্তন সভাপতি মিশা বলেন, ‘আমি বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে জয়ী হয়েছেন। আমি প্রতিবারই বলে এসেছি শিল্পী সিমিতির নির্বাচন হলো মালা বদলের পালা। আজকে একটা মালা বদলের অনুষ্ঠান হয়েছে।’
এসময় তিনি সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের নির্বাচনকে ঘিরে পেছনের দিকে যা হয়েছে। আমরা সেদিকে আর না তাকাই। আগামী দিনে কিভাবে সমৃদ্ধশালী একটি সমিতি গড়ে তুলবো সেই ব্যবস্থা করি।