কাজ করছে না হোয়াটসঅ্যাপ, হঠাৎ কী হলো?
সাদাকালো নিউজ
হঠাৎই থমকে গেল সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার দুপুর ১টা থেকে গোলযোগ শুরু হয় এই পরিষেবায়। কী সমস্যা হয়েছে সে ব্যাপারে হোয়াসঅ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
হোয়াটসঅ্যাপের এই হঠাৎ গোলযোগে থমকে আছে অনেকের যোগাযোগ। সমস্যায় সংবাদমাধ্যমও। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন অনেকেই স্ব স্ব প্রতিষ্ঠানে বিভিন্ন খবরাখবর আদানপ্রদান করে থাকেন। সাময়িক অসুবিধার মধ্যে পড়ে গেছে সেই কাজ।
হোয়াটসঅ্যাপ পরিষেবাটি ভালো কাজ করে, যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই গোপনীয়তা বজায় রাখা যায়- এমন ধারণা থেকে অনেকেই ফেসবুক মেসেঞ্জার, ইমোসহ নানা পরিষেবা আনস্টল করে শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। কিন্তু হঠাৎ হোয়াটসঅ্যাপ থমকে যাওয়ায় বিপাকে সেসব মানুষ।
হাসান নামে এক সংবাদকর্মী জানান, ‘অফিসে আমি আমার সহকর্মীকে বেশ কিছু সময় ধরে হোয়াটসঅ্যাপে একটি নিউজ এবং ছবি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু পরিষেবাটি কাজই করছে না।’ দুপুর ১টা ৫০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত হোয়াটসঅ্যাপের পরিষেবা ঠিক হয়নি।