কাজের বুয়া মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক!
তানজিলা ফাহিম
সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের কমিটিকে ‘কাজের বুয়া’ কমিটি আখ্যা দিয়েছেন পদ বঞ্চিত নেতাকর্মীরা। গেল শুক্রবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবিলম্বে এই কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এ সময় তারা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজ আব্বাসের অব্যাহতিও চান। বক্তারা বলেন, আফরোজা আব্বাসের বাসার কাজের মেয়ে এবং কমলাপুরের ভাত বিক্রেতা রুমা আক্তারকে মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে। এছাড়া আই.জি বস্তির ইট ভাঙ্গার মিস্ত্রি হাসিনা বেগম হাসিকে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে।
মানববন্ধন থেকে আরও বলা হয়, এই কমিটির বেশিরভাগ নেতা অশিক্ষিত এবং আফরোজা আব্বাসের চারপাশে থাকা বস্তির মেয়ে। এরকম কমিটিতে শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত নারীরা আগ্রহ প্রকাশ করবে না। এ রকম কমিটির কারণে দলও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা এ কমিটি অবিলম্বে ভেঙ্গে গ্রহণযোগ্য কমিটি দেওয়ার পাশাপাশি এরকম পকেট কমিটি গঠনের জন্য আফরোজা আব্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ারও দাবি জানান বক্তারা।
গত ১১ ফেব্রুয়ারি মহিলা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই আহ্বায়ক কমিটির অনুমোদন করেন।