
কাঁধে তুলে নিলেন ঢাক, ডান্ডিয়ার তালে নাচ! নয়া পুজোর আনন্দে মাতলেন মমতা
সাদাকালো নিউজ
পুজো উদ্বোধনের দিক দিয়ে বাংলার সবচেয়ে বড় সেলিব্রিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার পর থেকে তৃতীয়া পর্যন্ত, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে হাজারেরও বেশি পুজোর উদ্বোধন করেছেন মমতা। কলকাতার অনেক পুজোতে নিজে পৌঁছে ফিতে কেটেছেন মমতা। আবার বহু পুজোর উদ্বোধন তিনি করেছেন ভার্চুয়ালি। এই ব্যস্ততার মাঝেই গতকাল সুরুচি সংঘের পুজো উদ্বোধনে গিয়ে সবাইকে চমকে দিলেন মমতা।
দক্ষিণ কলকাতার জনপ্রিয় এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই পুজোর উদ্বোধনে গিয়ে কাঁধে ঢাক তুলে নেন মমতা। এরপর পুজো মণ্ডপে ফিরহাদ হাকিমের সঙ্গে পাল্লা দিয়ে ঢাক বাজান তিনি। সেই সময় কাঁসর বাজাতে দেখা যায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে। নিউ আলিপুরের এই পুজোর গেটে ফিতে কেটে ঢোকেন মমতা। প্রবেশদ্বার থেকে কাঁধে করে ঢাক নিয়ে তা বাজাতে বাজাতে মাতৃ প্রতিমার সামনে যান মমতা। পরে চক্রবেড়িয়া সর্বজনীনে ডান্ডিয়ার ভঙ্গিতে হাতে লাঠি তুলে নিয়ে পা দোলান মমতা। অনেক পুজো উদ্বোধনে আবার মমতাকে কাঁসর-ঘণ্টা বাজাতেও দেখা যায়।
এরপর সুরুচি সংঘের মণ্ডপে পৌঁছে সেখানে ঢাক বাজাতে শুরু করেন মমতা। তাঁর পাশে দঁড়িয়ে ঢাক বাজান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরে চক্রবেড়িয়ায় ডান্ডিয়ার তালে পা নাচাতে দেখা যায় মমতাকে। মুখ্যমন্ত্রীর এই অবতারে অনেকেই অবাক। সুরুচি সংঘের মণ্ডপ থেকে মমতা জনসাধারণের উদ্দেশে বার্তাও দেন মুখ্যমন্ত্রী৷ উৎসবের দিনগুলিতে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন তিনি। মমতা বলেন, ‘ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার। তাই উৎসবের দিনগুলি সকলের ভালো কাটুক, সকলেই সুস্থ থাকুন।’