কাঁকড়া রফতানিতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
সাদাকালো নিউজ
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হিমায়িত ও সফটসেল কাঁকড়া রফতানির বিপরীতে ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ জন্য বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন দিতে হবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিমায়িত ও সফটসেল কাঁকড়া রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত ফরম ‘খ-১’ অনুসারে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিবর্তে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নের সনদপত্র দাখিল করতে হবে।
আর জীবন্ত কুঁচে ও কাঁকড়া রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র দাখিলের শর্ত আগের মতোই বহাল থাকবে।
নগদ এ সহায়তা পেতে রফতানিকারকদের সনদপত্রের সঙ্গে আবেদনকারীর নাম, ইআরসি নম্বর ও ঠিকানা, বিদেশি ক্রেতার নাম-ঠিকানা, বিদেশি ক্রেতার ব্যাংকের নাম ও ঠিকানা, ইনভয়েস নম্বর ও ইনভয়েসে উল্লিখিত পণ্যের পরিমাণ লিখতে হবে। আবেদনে কোনো প্রকার ঘষামাজা বা সংশোধন করা হলে সেটি বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয়। মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে বর্ণিত নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।