ভক্তদের নতুন সুখবর দিলেন মিথিলা!
সাদাকালো নিউজ
দেশ ছাড়িয়ে ওপার বাংলায় বেশ জনপ্রিয় হয়ে উঠছেন রাফিয়াত রশিদ মিথিলা। পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তিনি। এবার ভক্তদের জন্য দিলেন নতুন খবর। তা হলো, কলকাতার নতুন একটি ছবিতে অভিনয় করতে চলেছেন মিথিলা। ‘মেঘলা’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন অর্ণব মিদ্যা।
ছবির গল্প সম্পর্কে জানা যায়, মেঘলা হাসিখুশি প্রাণবন্ত একটি মেয়ে। যার বড় হয়ে ওঠা এক অনাথ আশ্রমে। নিজের চেষ্টায় অদম্য পরিশ্রমের ফলে আজ সে প্রতিষ্ঠিত। স্বামীকে নিয়ে তার সুখের সংসার, স্বামী আবির ফরেনসিক মেডিসিনের ডাক্তার। কিন্তু বিয়ের পরও মেঘলা ভোলে না সেই আশ্রমকে। যেখান থেকে তার বড় হয়ে ওঠা। সে শত কাজের ফাঁকেও যথাসাধ্য চেষ্টা করতে থাকে আশ্রমের বাকি বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর। নিজের মতো চেষ্টা করে তাদের সঙ্গে সময় কাটানোর।
এদিকে অফিসের কাজের সুবাদে কিছুদিনের জন্য বাইরে গিয়ে ফিরে আসার পর সে খবর পায় আশ্রমের একটি ফুটফুটে বাচ্চা মেয়েকে কেউ বা কারা ধর্ষণ করে খুন করেছে। মানসিকভাবে ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা মেঘলা। এ কোন পৃথিবীতে নিজের সন্তানকে নিয়ে আসতে চলেছে সে! সেই ভাবনা তাকে কষ্ট দিতে থাকে। তীব্র মানসিক অবসাদ কাটাতে স্বামী আবির এক নির্জন পাহাড়ি গ্রামে বেড়াতে আসে মেঘলাকে নিয়ে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে মেঘলা। কিন্তু কলকাতা ফিরে আসার আগের দিন হঠাৎই আবির উধাও হয়ে যায়।
আবারও মেঘলার জীবনে বিপদের মেঘ ঘনিয়ে আসে। শুরু হয় আবিরকে খুঁজে বের করার পালা। ঠিক এমন গল্পের আলোকে নির্মিত হতে যাচ্ছে ‘মেঘলা’।
এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘মেঘলা এক লড়াকু মেয়ের গল্প। এক সাধারণ মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা। আর এ রকম একটি সিনেমা শুধু বিনোদন নয়, আমাদের সমাজের প্রতি চলচ্চিত্রের যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে তার প্রতিফলন। মেঘলা একটি চ্যালেঞ্জিং চরিত্র যেকোনো অভিনেত্রীর জন্য। আমি ভাগ্যবতী যে এ রকম একটি গল্পের অংশীদার হতে পেরেছি।’