কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে
সাদাকালো নিউজ
সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলে ডাকার কোনো বাধ্য বাধকতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (২৫ মার্চ) গণমাধ্যমের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এর আগে রংপুরের জেলা প্রশাসককে স্যার বলে সম্বোধন না করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক সহযোগি অধ্যাপককে অপদস্থ করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাঁদের স্যার বা ম্যাডাম ডাকার কোনো বাধ্যবাধকতা নেই। ভদ্রতার খাতিরে অনেকে স্যার বা ম্যাডাম ডাকেন। কিন্তু এটি ডাকা বাধ্যতামূলক কিছু নয়। কেউ যদি আপা বা ভাই ডাকেন, তাতে দোষের কিছু নেই। এতে মাইন্ড করারও কিছুই নেই। সরকারি চাকরিজীবীরা জনগণের সেবক—এই চিন্তা থেকেই কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।’