করোনা শনাক্ত বেড়ে ২২৪১
সাদাকালো নিউজ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে দুই হাজার ২৪১ জনের। এর আগের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৮৭ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের মঙ্গলবারের তথ্যে তিনজনের মৃত্যুর খবর জানানো হয়। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ১৪৫ জনের এবং শনাক্ত হয়েছেন মোট ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯১২টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭১২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫২ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন।
সম্প্রতি করোনায় মৃত্যু বেশি না হলেও আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এতে সরকার সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলকসহ নতুন করে ছয় দফা নির্দেশনা জারি করেছে গতকাল মঙ্গলবার।