করোনায় নতুন শনাক্ত ৪৩৮, এক বৃদ্ধার মৃত্যু
সাদাকালো নিউজ
করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৭ জনে। এ সময় আরও ৪৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮১টি করোনা পরীক্ষাগারে মোট ৪ হাজার ৯২৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট ৪ হাজার ৯২০টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ১৩ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় আরও ৪৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৮ দশমিক ৯০ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।
অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সত্তরোর্ধ্ব একজন নারীর মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৭২৬ জন পুরুষ (৬৩ দশমিক ৮৩ ভাগ) ও ১০ হাজার ৬১১ জন নারী (৩৬ দশমিক ১৭ ভাগ) রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫৯ হাজার ৭৮৭ জনে।