করতেন বিএনপি এমপি হবেন আ.লীগের!
সাদাকালো নিউজ
তিনি চলচ্চিত্রে এসে খলনায়ক রূপটাই যেন বদলে দিয়েছিলেন। আটপৌরে ঢঙে অনেকটা ঢাকাইয়া ভাষার আমেজে তার ডায়ালগ চলচ্চিত্র দর্শকদের আনন্দের খোরাক জোগাতো। ফলে খলনায়ক হয়েও নায়কের মতো জনপ্রিয়তা পেয়ে যান তিনি। সেই ডিপজল বহুদিন ধরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হওয়ার স্বপ্নে বিভোর।
একাধিকবার নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন ডিপজল। চেষ্টা-তদবিরও অনেক করেছেন। কিন্তু আওয়ামী লীগ ডিপজলের দিকে তাকাননি। তবে তাতে হাল ছাড়েননি অভিনেতা। তাই তো আরও এবার তিনি নৌকার মাঝি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে সম্প্রতি নিজের ইচ্ছার কথা জানান ডিপজল।
অভিনেতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন, তা তিনি মেনে নেবেন। যেখান থেকে তাকে মনোনয়ন দেয়া হবে সেখান থেকেই তিনি নির্বাচন করবেন। ডিপজলের বিশ্বাস, সারাদেশের মানুষ তাকে চেনেন, জানেন এবং ভালোবাসেন। তিনি নির্বাচন করলে অবশ্যই জয়ী হবেন।
ডিপজল আরও জানান, শুরু থেকেই চলচ্চিত্রের মানুষদের পাশে ছিলেন তিনি। তাদের হয়ে বিভিন্ন কাজ করেছেন। সাধারণ মানুষেরও পাশে দাঁড়িয়েছেন তিনি। তবে আরও বেশি তাদের সান্নিধ্য চান ডিপজল। তাদের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগেই আওয়ামী লীগের টিকিটে নির্বাচনের ইচ্ছাপ্রকাশ কলেছিলেন ডিপজল। মনোনয়ন চেয়েছিলেন ঢাকা-১৪ আসন থেকে। কিন্তু আওয়ামী লীগ এই আসনে মনোনয়ন দেয় সাবেক সংসদ সদস্য আসলামুল হককে। এরপর ২০২১ সালের চৌঠা এপ্রিল আসলামুল হক পরপারে পাড়ি দিলে শূন্য ঘোষণা করা হয় ঢাকা-১৪। এই উপনির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন ডিপজল।
সে সময় আসলামুল হককে ঘনিষ্ঠ বন্ধু দাবি করে ডিপজল জানিয়েছিলেন, আসলামুল হক তার বাল্যকালের বন্ধু। এ কারণে তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেন, তাহলে তিনি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। কিন্তদু আওয়ামী লীগের সাড়া পাননি ডিপজল।
উল্টো খবর রটে, ডিপজল একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই দলের ব্যানারে ১৯৯৪ সালে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন। সেই ডিপজল কী করে আওয়ামী লীগের মনোনয়ন চান, এমন প্রশ্নও উঠেছিল জোরেশোরে।
তবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার খবরকে উড়িয়ে দিয়ে ডিপজল সে সময় দাবি করেছিলেন, তিনি কোনো কালেই বিএনপি ছিলেন না। দলটির কোথাও তার নাম নেই। তার প্রথম দল আওয়ামী লীগ। এই দলের পক্ষেই নির্বাচনে অংশ নিতে চান।
এছাড়া বিএনপির মনোনয়নে নয় বরং ১৯৯৪ সালে ঢাকার ৯ নং ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বলেও দাবি করেন ডিপজল। সেই ডিপজলের বহুদিনের ইচ্ছা, আওয়ামী লীগের টিকিটে এমপি হওয়ার। দ্বাদশ সংসদ নির্বাচনে তার সেই ইচ্ছা কি পূরণ হবে? জানতে হলে থাকতে হবে অপেক্ষায়।