কমেছে সব ধরনের পেঁয়াজের দাম
সাদাকালো নিউজ
মাত্র ২ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে।
সোমবার (১৮ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে জানা গেছে, ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা করে।
একই সঙ্গে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছে, ‘ভারত থেকে আমদানির কারণেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম’। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি বাজারের এক পেঁয়াজ বিক্রেতা জানান, ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যে কারণে কমতে শুরু করেছে দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজ দাম বৃদ্ধি হবে না। আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার (১৭ জুলাই) ভারতীয় ৩২ ট্রাকে ৮৫৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।