কভার থেকে বাংলাদেশের বিকৃত পতাকা সরালো পাকিস্তান হাইকমিশন
সাদাকালো নিউজ
বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছিল, সেই ছবি ফেসবুকের কাভার পেজ থেকে সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন।
রোববার বেলা ১২টা ১৩ মিনিটে দেখা যায়, এক ঘণ্টা আগে সরিয়ে নেয়া হয়েছে বাংলাদেশের পতাকা বিকৃত করে প্রকাশ করা কাভার ফটো। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির পরও ফেসবুক পেজে এখনো আগের আপলোড করা দুই দেশের বিতর্কিত পতাকার ছবি রয়ে গেছে।
মন্ত্রণালয়কে তাঁরা জানিয়েছে, তাঁদের আরও অনেক বিদেশি মিশনে সে দেশের জাতীয় পতাকা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সরকার চায় এভাবে বাংলাদেশের পতাকা ব্যবহার করা না হোক।
মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, তারা প্রত্যেক দেশের পতাকা নিয়ে বিভিন্ন মিশনের পেজে ছবি আপলোড করেছে। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের মিশনে তাদের অর্ধেক পতাকা, আর সেসব দেশের পতাকার ছবি এক সঙ্গে দিয়েছে।
মন্ত্রী বলেন, আমরা তাঁদের বলেছি, এটা আমাদের পছন্দ হয়নি। তারা জানিয়েছে, তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেনি।
এর আগে ২১ জুলাই পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। এরপর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয় তোলপাড়।