কত সম্পত্তি রেখে গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ?
সাদাকালো নিউজ
৯৬ বছরের জীবনে ৭০ বছরই সিংহাসনে থেকেছেন দ্বিতীয় রানি এলিজাবেথ। বহু কিছুর সাক্ষী তিনি। মালিক হয়েছেন অনেক অর্থকড়িরও। রানির প্রয়াণের পর তাঁর মোট সম্পদের পরিমাণকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। পরবর্তী উত্তরাধিকারের জন্য কী পরিমাণ সম্পদ রেখে গেলেন তিনি, এ প্রশ্ন এখন অনেকের মনেই।
৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে নিজের দুর্গ বালমোরালে ৯৬ বছর বয়সে পরপারে চলে যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছরের শাসনামলে প্রায় ৫০ কোটি ডলার ব্যক্তিগত সম্পদ রেখে গেছেন রানি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৭৫৬ কোটি টাকা। উত্তরাধিকার সূত্রে এ সম্পদের মালিক এখন রাজা তৃতীয় চার্লস।
তবে রানির ব্যক্তিগত সম্পদের বাইরেও তার মালিকানাধীন হিসেবে বিবেচিত অনেক কিছু রয়েছে। তবে সেই সম্পদ রয়্যাল ফার্মের অধীনে। প্রায় ২ লাখ ৬৬ হাজার ৩২২ কোটি টাকার এসব বাড়তি সম্পদ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত। এগুলোকে রাজা পঞ্চম জর্জ এবং প্রিন্স ফিলিপের মতো রাজপরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে পারিবারিক ব্যবসা বলে বর্ণনা করেছেন।
জানা গেছে, ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ৩৬৫ মিলিয়ন পাউন্ড। ২০২০ সালে রানির মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি। এদিকে, ফোর্বস ম্যাগাজিনের মতে, পুরো রাজপরিবারের মোট সম্পদের পরিমাণ হল ৬ হাজার ৬৩১ বিলিয়ন টাকারও বেশি।
রানি দ্বিতীয় এলিজাবেথের আয়ের প্রধান উৎস হল করদাতাদের আয়। একে বলা হয় সার্বভৌম গ্র্যান্ড। এটি রাজপরিবারকে বার্ষিক ভিত্তিতে দেয়া হয়। রাজা তৃতীয় জর্জের সময় এই অনুদান শুরু হয়েছিল। তিনি সংসদে একটি চুক্তির আওতায় এই অনুদানের ব্যবস্থা করেছিলেন। এই চুক্তিটি ব্রিটেনের ইতিহাসে সিভিল লিস্ট নামে পরিচিত।