ওয়েটার থেকে টাইটানিক ছবির নায়িকা
সাদাকালো নিউজ
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। যিনি তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে প্রমাণ করেছেন- যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন। ‘টাইটানিক’ সিনেমায় রোজের চরিত্রে অভিনয় করে জয় করেছেন অস্কার। হয়েছেন কালজয়ী সিনেমার অংশ।
তবে প্রত্যেক মানুষের জীবনে কিছু কষ্টকর ও তিক্ত অতীত থাকে। কেউ সেটি লুকিয়ে রাখেন, আবার কেউ প্রকাশ করে নিজের মন হালকা করেন। কেউ কেউ অতীত থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তারকারাও তাঁর ব্যতিক্রম নন। এমনই এক অতীতের কথা সবার সামনে আনলেন টাইটানিক খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট জানিয়েছেন, বিখ্যাত হওয়ার আগে বাকিদের মতো সাধারণ কাজ করতেন তিনি। অভিনেত্রী হওয়ার আগে রান্না করা মাংস এবং তৈরি করা সালাদের দোকানে কাজ করতেন তিনি।
১৯৭৫ সালের ৯ অক্টোবর যুক্তরাজ্যের বার্কশায়ারের রিডিং শহরে জন্মগ্রহণ করেন কেট। তাঁর বাবা ছিলেন একজন সুইমিং পুল ঠিকাদার সঙ্গে অভিনয়ও করতেন। মা ছিলেন হোটেলের ওয়েটার। অভাবের সংসার হওয়ায় খুব একটা পড়াশোনা করতে পারেননি এই অভিনেত্রী।
উইন্সলেট বড়ো হন একজন অ্যাঙ্গলিকান হিসেবে। ১১ বছর বয়সে রেডরুফস থিয়েটার স্কুলে নাটক বিষয়ে পড়াশোনা করেন কেট। স্কুলে পড়াশোনা করার সময়েই একটি স্যান্ডউইচের দোকানে কাজ করতেন। সেখানে কাজ করা অবস্থায় প্রথমবারের মতো টেলিভিশনের একটি সিরিয়ালে অভিনয় করেন কেট।