ওটিতে সন্তানসহ প্রসূতির মৃত্যু
সাদাকালো নিউজ
নড়াইলের কালিয়ায় একটি ক্লিনিকের অপারেশান থিয়েটারে শিউলী বেগম নামে এক প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে কালিয়া উপজেলার বড়দিয়া হাজী খান রওশন আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অনুমোদনহীন ওই ক্লিনিক কর্তৃপক্ষ ভুক্তভোগীর পরিবারকে সাড়ে ৩ লাখ টাকা দিয়ে ও প্রশাসনকে ম্যানেজ করে ময়নাতদন্ত ছাড়াই রাতেই মরদেহ দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজল মল্লিককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহত শিউলী উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের চৌকিদার আকবর হোসেন মোল্যার মেয়ে ও গোপালগঞ্জ সদর থানার শুকতাইল গ্রামের মো. জিন্নাত আলীর স্ত্রী।
জিন্নাত আলী জানান, সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্মদানের জন্য ১৫ হাজার টাকার চুক্তিতে তার স্ত্রী শিউলী বেগমকে শুক্রবার সকাল ৯টার দিকে ওই ক্লিনিকে ভর্তি করেন। সেখানে প্রায় ২ ঘণ্টা পার হলেও অপারেশন শেষ না হওয়ায় তিনিসহ তার স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা রোগীর খোঁজ জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক বলেন রোগীর প্রেসার কমে গেছে তাকে খুলনায় পাঠাতে হবে।
দায়িত্বহীনতা ও রোগীর প্রতি অবহেলার কারণে তার স্ত্রীসহ অনাগত সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিরি।