‘এ’ ক্যাটাগরিতে উন্নীত প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বন্ডটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে বন্ডটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের জন্য কুপন পেমেন্ট ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৯.৯৯ শতাংশ হারে কুপন পেমেন্ট প্রদান করা হয়। গত বছরের সোমবার (৬ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় প্রথম বছরের প্রথম অর্ধবার্ষিকের রিটার্ন অনুমোদন করা হয়। মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।
বন্ডটি ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য মুনাফা বিতরণের রিপোর্ট করেছে। তাই বন্ডটিকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।