এশিয়া কাপের উদ্বোধনে গান গাইলেন ডাক্তার তরুণী ত্রিশলা!
সাদাকালো নিউজ
১৬ তম এশিয়া কাপ শুরু হয়ে গেল পাকিস্তান এবং নেপালের খেলা দিয়ে। ৩০ অগস্ট থেকে পাকিস্তানের মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হল এই ম্যাচ। এখানে গান গেয়ে সকলের নজর কেড়ে নেন নেপালি গায়িকা ত্রিশলা গুরুং। তাঁর গান তো বটেই, তাঁর রূপ নিয়ে চর্চা হচ্ছে এখন সর্বত্র।
এদিন ত্রিশলা সাদা ব্লাউজ দিয়ে সাদা শাড়ি পরেছিলেন। সঙ্গে কানে ম্যাচ করে মুক্তোর কানের দুল ছিল। হাতে ছিল লাল রঙের চুরি। আর তাঁর এই রূপে মজেছেন সকলে। এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রেন্ডিংয়ে তিনি। কিন্তু কে এই ত্রিশলা? তাঁর বিষয়ে সমস্ত অজানা তথ্য জানুন।
ত্রিশলা গুরুং কে?
তিনি একজন জনপ্রিয় নেপালি গায়িকা। তাঁর দেশে তাঁর বিপুল সংখ্যক ভক্ত আছে। তিনি যে কেবল গায়িকা সেটাই নয়। তিনি একজন গীতিকার, কম্পোজারও বটে। আর ওহ হ্যাঁ! তিনি একজন চিকিৎসক! এছাড়া মডেলিংয়ের জগতেও তাঁর বেশ খ্যাতি আছে।
ত্রিশলার বয়স ২৮। তিনি নেপালের নেপাল মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করেছেন। সোশ্যাল মিডিয়া থেকেই তিনি মূলত খ্যাতি পান। তিনি তাঁর গানের ভিডিয়ো বানিয়ে বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন আর তারপর সেগুলো ভাইরাল হতে শুরু করে। চার বছর আগে ইয়ো মন গানটির মাধ্যমে তিনি ডেবিউ করেন গায়িকা হিসেবে। বর্তমানে ইউটিউবে তাঁর ১৯৫ হাজার সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলে তিনি কেবল গান নয়, ব্লগ পোস্ট করে থাকেন।
https://twitter.com/SillyContext/status/1696826035139194903?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1696826035139194903%7Ctwgr%5Ea720b5233ac9cab6b3fe35f5e8bc2ec350503399%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Fasia-cup-2023-opening-song-performer-nepali-singer-trishala-gurung-goes-viral-know-unknown-facts-about-her-31693466994572.html
তবে যাঁরা যাঁরা ত্রিশলার উপর ক্রাশ খেয়েছেন তাঁদের জন্য একটা দুঃসংবাদ আছে। উনি কিন্তু বিবাহিত। নেপালের গানের জগতে একজন বিশিষ্ট ব্যক্তি রোহিত শাক্যর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে।
তবে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল তাঁর কালকের ছবি। অনেকেই তাঁর ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজ সবাই নেপালকে সাপোর্ট করবে। কারণটা স্পষ্ট।’ আরেকজন লেখেন, ‘নেপালকে পূর্ণ সমর্থন। এশিয়া কাপে তোমাদের দেখে খুব খুশি হলাম।’ আরেক ব্যক্তি ওঁর ছবি শেয়ার করে লেখেন, ‘ওঁর আইমা বেইগ গানটি শুনে ওঁর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ওহ হ্যাঁ এদিন কিন্তু তিনি তাঁর জাতীয় পোশাক এবং আইমা পরেছিলেন।’