এশিয়ার প্রথম ‘চিফ হিট অফিসার’ মেয়র আতিকের মেয়ে বুশরা
সাদাকালো নিউজ
এশিয়ার প্রথম কোনো শহর হিসেবে চিফ হিট অফিসার (সিএইচও) পদ সৃজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আর এই পদে নিয়োগ পেয়েছেন এই সিটির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন।
সংবাদমাধ্যমে এই খবর আসার পরই সামাজিক মাধ্যমে তা নিয়ে চলছে জোরালো আলোচনা। কেন এই হিট অফিসারের পদ, কী কাজই বা তিনি করবেন—তা নিয়ে সব মহলেই কৌতূহল।
‘বিল্ডিং আরবান হিট রেজিলিয়েন্স’ শীর্ষক একটি সেমিনার বুধবার যৌথভাবে আয়োজন করে ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।
ঢাকার তাপমাত্রা কমাতে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে ডিএনসিসি। আর এ কার্যক্রম পরিচালনার জন্য চিফ হিট অফিসার নিয়োগ দেয়া হয়েছে। সেমিনারে মেয়র আতিক ডিএনসিসির চিফ হিট অফিসার পদে বুশরা আফরিনকে নিয়োগ দেয়ার কথা জানান।
নিয়োগ পাওয়া চিফ হিট অফিসার তাপমাত্রা কমাতে শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। বিশেষ করে ঢাকা উত্তরের বাসিন্দাদের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন তিনি। মেয়রকন্যা বুশরা আফরিন নিজেও সেমিনারে কথা বলেন। বিভিন্ন শহরের নেতা এবং বিশেষজ্ঞদের একটি বৈশ্বিক সংগঠনে যোগ দিতে পেরে তিনি রোমাঞ্চিত বলে জানান।
বুশরা আফরিন বলেন, ‘আমরা শহরের প্রচণ্ড তাপ থেকে বাসিন্দাদের রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি জানি তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জরুরি পদক্ষেপের বিকল্প নেই।’
‘ঢাকা শহরে তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসী এবং নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে’—যোগ করেন বুশরা।
সেমিনারে ডিএনসিসির চিফ হিট অফিসারের কাজ নিয়ে কথা বলেন আর্শটরকের পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাগম্যান ম্যাকলিওড। তাপমাত্রা আর বেশি বাসিন্দা বিবেচনায় চিফ হিট অফিসার নিয়োগ দেয়ার তথ্য দেন তিনি।
ক্যাথি বাগম্যান বলেন, ‘তীব্র তাপপ্রবাহ বিশ্বের বিভিন্ন শহরে প্রেসার কুকারের মতো কাজ করছে। ঢাকা উত্তর সিটিতে বাসিন্দা বেশি হওয়ায় এখানে ঝুঁকিও অনেক বেশি। তাই এই সিটিতে একজন চিফ হিট অফিসার নিয়োগ দেয়া হয়েছে। তার নেতৃত্বে তাপমাত্রা কমাতে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে।’
বুশরা আফরিনের ভূমিকা দক্ষিণ এশিয়ায় শহরগুলোর জন্য একটি রোল মডেল হিসাবে কাজ করবে বলেও আশা রাখেন আর্শটরকের পরিচালক। একইসঙ্গে তাদের প্রতিষ্ঠান ডিএনসিসির উদ্যোগের অংশীদার হতে পেরে গর্বিত বলেও মন্তব্য করেন ক্যাথি বাগম্যান।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার ফেসবুক পেজে এই নিয়োগকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন না করতে অনুরোধ করেছেন। তিনি লিখেন, আর্শট-রকফেলার ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে এই প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে কাজ করে যাচ্ছে। সম্প্রতি এ প্রতিষ্ঠানটি এশিয়া মহাদেশ তথা বাংলাদেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করার লক্ষ্যে বুশরা আফরিনকে ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছে। ইতিপূর্বে এ প্রতিষ্ঠানটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে আরো ৭ জন নারীকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
তিনি আরও লেখেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নিয়োগটির সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোন প্রকার প্রাতিষ্ঠানিক বা আর্থিক সংশ্লিষ্টতা নেই। যথাযথ যোগ্যতা যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই কেবল ফাউন্ডেশনটি তাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন।