হজ দিয়ে হানিমুন সারবেন নায়িকা
তানজিলা ফাহিম
চিত্রনায়িকা এমিয়া এমি। ২০১৯ সালে ‘ডনগিরি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন। এবার এই অভিনেত্রী চারদিন প্রেম করে মাত্র ১ ঘণ্টার সিদ্ধান্তে বিয়ে করে ফেলেছেন। ২২ই মে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এমিয়া এমি। কাজি অফিসে কয়েকজন বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা।
অভিনেত্রীর ভাষ্য, তাঁর স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। খুব তাড়াতাড়ি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানও করবেন তিনি। তখন সবাইকে দাওয়াত করবেন।
দেশের একটি গণমাধ্যমকে বিয়ে প্রসঙ্গে এমি বলেন, ‘আমাদের কমন ফ্রেন্ডের মাধ্যমে পরিচয়। তা-ও সেটা চারদিনের। পাঁচদিনের মাথায় আমাদের মনে হলো আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। এক ঘণ্টার ডিসিশনে বিয়ে করেছি। তাই সবাইকে সেভাবে বলতে পারিনি।’
সবার কাছে দোয়া চেয়ে এমিয়া এমি বলেন, ‘যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে।’
হানিমুন প্রসঙ্গে এমি বলেন, ‘আমার স্বামী ফাহেয়াজ শাহরুখ লন্ডনে চলে যাবে। তাই সেভাবে হানিমুনের এখনো কোনো পরিকল্পনা করা হয়নি। ইচ্ছে আছে আমাদের হানিমুনটা পবিত্র হজের মাধ্যমে শুরু করার।’
ছোট পর্দার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন এমি। ‘নোয়াশাল’ ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড ও মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন।