এবার সারোগেসিতে সিঙ্গেল বাবা হলেন যিশু!
রাকিবুল ইসলাম
সারোগেসির মাধ্যমে শুধুই কি মা হওয়া যায়? চাইলে বাবা হওয়ায় যায়। এই পদ্ধতিতে এবার বাবা হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত! তবে সেটা বাস্তবে নয় সিনেমার পর্দায়! ‘বাবা, বেবি ও… সিনেমায় ৪০ বছর বয়সী যিশুকে সিঙ্গেল ফাদার হিসেবে দেখা যাবে।
সম্প্রতি পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের এই সিনেমাটির একটি ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবিটিতে দেখা যাবে যিশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়কে। ছবিটিতে যিশুকে দেখানো হয়েছে, নিজের বাবা-মা ছাড়াও খুদে দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। ধীরে ধীরে বাবা হয়ে উঠা শিখছেন যিশু। ঠিক তখনি তাঁর জীবনে নায়িকা শোলাঙ্কির প্রবেশ। তাঁকেও মন দিয়ে বসে যিশু।
কিন্তু শিশুদের একেবারেই পছন্দ নয় শোলাঙ্কির। তা নিয়েই শুরু হয় দ্বিধা। এমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে উইন্ডোজ প্রোডাকশন-এর এই ছবিটি। এখানে বৃষ্টির ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ সোলাঙ্কি রায়কে। সিনেমাটিতে তৃতীয় ব্যক্তি হিসেবে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। একইসঙ্গে যিশুর বন্ধুর চরিত্রে রয়েছেন মৈণাক বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, আগামী চৌঠা ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এতে খুদে চরিত্রে দেখা যাবে কাইজান কামাল ও অভিরাজ সাহাকে। এর আগে সিনেমাটির পরিচালক জানিয়েছিলেন, ১৬ দিনে ছবিটির শুটিং শেষ করা হয়েছে। দুই খুদে শিল্পীই মাতিয়ে রেখেছিলো শুটিং সেট। তাদের মুড বুঝেই করা হয়েছে ছবিটি। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
অনেকদিন পর আবারও টালিউডে যিশুর সিনেমা মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘প্রায় আড়াই বছর পর আবারও বাংলায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে। আমি ভীষণভাবে অপেক্ষা করছি সিনেমাটির জন্য। আশা করি দর্শকদের ট্রেলারটা ভালো লাগবে।’
এর আগে ছবির ট্রেলার প্রকাশের পর টুইটারে যিশু সেনগুপ্তকে শুভেচ্ছা জানান দক্ষিনী সুপারস্টার চিরঞ্জিবী। ট্রেলারটি শেয়ার করে ছবির সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি বাংলায় লেখেন, ‘প্রেম আছে, মজাও আছে সাথে মিষ্টি গান..বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান।’
প্রথমবারের মতো চলচ্চিত্রে যিশুর বিপরীতে অভিনয় করছেন শোলাঙ্কি। ছবিটিতে বাবা হওয়া যেমন সহজ নয়, তেমনই প্রেমে সফল হওয়াও বেশ কঠিন- তাই ফুটে উঠেছে গল্পে। শোলাঙ্কির প্রেমিকের জন্য দুই সন্তানের বাবা বারবার প্রেম থেকে দূরে সরে যাচ্ছেন। তার উপরে শিশুদের পছন্দ করেন না শোলাঙ্কি। বাচ্চাদের কান্নায় নায়িকার মাথা ব্যথা বেড়ে যায়।