এবার শাকিব-অপুকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া!
সাদাকালো নিউজ
দীর্ঘদিন ধরে শাকিব-বুবলী-অপুর সম্পর্ক থাকা, না থাকার দোলাচলে রীতিমতো দ্বিধা বিভক্ত অনুরাগীরা। ক’দিন পরপর সোশ্যাল মিডিয়ায় অপু-বুবলীর অর্ন্তদ্বন্দ্ব হাসির খোরাক হিসেবে দেখেন বিনোদনপ্রেমীরা। যদিও বিষয়টি নিয়ে এতদিন মুখে কুঁলুপ এঁটে ছিলেন শাকিব খান। অন্যদিকে বুবলী বরাবরি বলে আসছিলেন শাকিবের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক রয়েছে। এমনকি গেল ঈদেও তারা নাকি একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন, খাবার খেয়েছেন। তবে বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে শাকিবের করা মন্তব্য সব হিসেব-নিকেস পাল্টে দিয়েছে।
সম্প্রতি শাকিব খান জানান, বাস্তবজীবনে বুবলীর সঙ্গে তার সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। এখন সন্তানের জন্য যা করণীয় তাই হবে। বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। বুবলীর সঙ্গে শাকিবের শুধু যে ব্যক্তিগত সম্পর্ক শেষ তা কিন্তু নয়, একসাথে আর কোনো সিনেমাও করবেন না তারা। এখন থেকে অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না তাদের।
শাকিবের মুখ খোলায় বসে থাকেননি বুবলীও। তিনি জানান, কিছুদিন পরপর শাকিবের এমন মন্তব্যের নিউজ দেখে অবাক হচ্ছেন বুবলী, ভাবেন হচ্ছেটা কী! সোশ্যাল মিডিয়ায় দেয়া দীর্ঘ ওই পোস্টে নিজেকে শাকিবের স্ত্রীও দাবি করেন বুবলী। বলেন, কিছু দিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী এবং সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে। শেহজাদ কিছুটা বড় হয়ে এগুলো দেখবে আর ভাববে কি নোংরাভাবে আপনি তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন।
সবশেষে শাকিবকে কিছু পরামর্শও দেন বুবলী। জানান, সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে আপনাকে জানাতে চাই, ভালো ভালো সিনেমা করুন। অনেকটা সময় অতিক্রম হয়েছে- নিজের জীবনটাকে গোছান। সেটা যেভাবে আপনার ভালো লাগে। দিন শেষে সব সিদ্ধান্ত আপনার। অনুরোধ করবো, আবারও কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না।
এদিকে বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে শাকিবের পরিবারের সাথে অপু বিশ্বাসের সম্পর্কের উন্নতি হয়েছে। একে অন্যের বাসায় যাতায়াতও বেড়েছে। গুঞ্জন আছে, অপুর থেকে শাকিবের রাগ-অভিমানও কমে গেছে। এমনকি তারা নাকি আবার নতুন করে সংসার শুরুর পরিকল্পনা করছেন। এবার নেটিজেনরা সেই জল্পনা-কল্পনার অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন বুবলীর কথায়।
শাকিবকে সিদ্ধান্ত নিতে বলা, জীবনকে গোছানো– বুবলী এ শব্দগুলো শাকিব-অপুর সম্পর্ককে ইঙ্গিত করেই লিখেছেন বলে ধারণা নেটিজেনদের। এদিকে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। তবে শাকিবের সাথে আবার সংসার করার বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। শুধু জানান, কী হচ্ছে, আর কী হবে তা সময় বলে দেবে।
২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব-বুবলী। ২০২০ সালের মার্চে জন্ম হয় ছেলে বীরের। এসব খবর প্রকাশ হয় গেল বছরের সেপ্টেম্বরে। এর কয়েকদিন পরেই গুঞ্জন ওঠে, বিচ্ছেদ হয়ে গেছে শাকিব-বুবলীর। কদিন না যেতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই গুঞ্জনে সিলমোহর দেন শাকিব খান। জানান, তিনি আর বুবলী অনেক আগেই আলাদা হয়েছেন।
এদিকে, অপু বিশ্বাসের সঙ্গেও শাকিব খানের গল্পটা একি। ২০১৮ সালে তারা গোপনে বিয়ে করেন। সন্তান আব্রাম খান জয়ের জন্মও হয় গোপনে। ২০১৭ সালে এসব খবর প্রকাশের পর অপুর সাথে বিচ্ছেদ ঘটান শাকিব। তারও অনেক আগে থেকে এখন পর্যন্ত শাকিব-অপুকে আর একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি।