এবার যুক্তরাষ্ট্রে ডিমের দাম কমেছে
সাদাকালো নিউজ
যুক্তরাষ্ট্রের সুপার মার্কেটে ডিমের দাম কমেছে। গত বছরের ফেব্রুয়ারির পর এই প্রথম ডিমের দাম কমতে শুরু করেছে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো তাদের এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিমের দাম জানুয়ারির তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। তবে একই জায়গায় মুদিপণ্যের দাম বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ এবং তালিকায় থাকা অন্যান্য পণ্যের দাম গড়ে বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। এ ছাড়াও সকল খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী অ্যাভিয়ান ফ্লুর সংক্রমণ, আমদানি খরচ বৃদ্ধি, ডিম উৎপাদনকারীদের মুনাফা বৃদ্ধির প্রবণতায় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সরবরাহ কমানোর ফলে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল। তবে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সীমাবদ্ধতা কমিয়ে চলতি বছরের শুরুতে পাইকারি দাম কমতে শুরু করেছে। যার সুফল মিলতে শুরু করেছে সুপার মার্কেটগুলোতেও।
এদিকে দেশটিতে এক বছর আগের তুলনায় ডিমের দাম অনেক বেশি। গত বছরের ফেব্রুয়ারি থেকে ১২ মাসে ডিমের দাম বেড়েছে ৫৫ দশমিক ৪ শতাংশ। একই সঙ্গে চলতি বছরে আগের বছরের তুলনায় সামগ্রিক মূল্যস্ফীতিও বেড়েছে। চলতি বছরে শুধু খাদ্যের দামই বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ।