এবার যুক্তরাষ্ট্রকে হুমকি দিলেন কিমের বোন
সাদাকালো নিউজ
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন সতর্ক করে দিয়ে বলেছেন, সাম্প্রতিক মার্কিন-দক্ষিণ কোরিয়া চুক্তি কোরীয় উপদ্বীপের পরিস্থিতে ‘আরও গুরুতর বিপদের’ দিকে নিয়ে যাবে।
কিম ইয়ো জং বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে ‘আরো নিখুঁত করা উচিত।’
চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রযুক্ত সাবমেরিন মোতায়েন করতে এবং পিয়ংইয়ংয়ের পারমাণবিক হুমকি মোকাবেলায় সিউলকে তার পারমাণবিক পরিকল্পনায় সম্পৃক্ত করতে সম্মত হয়েছে। এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত হয়েছে। চুক্তিটি ওয়াশিংটন ঘোষণা হিসাবে পরিচিত। চলতি সপ্তাহে আমেরিকার রাজধানীতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সাথে প্রেসিডেন্ট জো বাডেনের আলোচনার সময় এটি ঘোষণা করা হয়েছিল।
চুক্তির কথা উল্লেখ করে কিম ইয়ো বলেছেন, ‘শত্রুরা যত বেশি পারমাণবিক যুদ্ধের অনুশীলনের জন্য প্রস্তুত হবে এবং কোরীয় উপদ্বীপের আশেপাশে তারা যত বেশি পারমাণবিক সম্পদ স্থাপন করবে, আমাদের আত্মরক্ষার অধিকারের মহড়া তত শক্তিশালী হবে। তাদের সরাসরি লক্ষ্যবস্তু করা হবে।’
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই পদক্ষেপের ফলে ‘শুধুমাত্র উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা তৈরি হবে এবং বিশ্ব আরও গুরুতর বিপদের সম্মুখীন হবে।’