এবার যমজ শিশুর নাম রাখা হলো পদ্মা-সেতু
সাদাকালো নিউজ
নারায়ণগঞ্জে একসঙ্গে জন্ম নেয়া ৩ নবজাতকের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখার পর এবার কুমিল্লার বরুড়ায় জন্ম নেয়া যমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু।
মঙ্গলবার সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের জন্ম হয়। মেডিকেল অফিসার নূরেন তাসকিন তুলি জানান, বাচ্চা এবং মা তিনজনই সুস্থ আছেন। পদ্মার ওজন ২ কেজি ৩০০ গ্রাম, সেতুর ওজন ২ কেজি।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল দেশের একটি গণমাধ্যমকে বলেন, উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) যমজ কন্যাশিশুর জন্ম দেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ওই দুই শিশুর জন্ম হয়। তাঁদের নাম রাখা হয় পদ্মা ও সেতু।
নবজাতকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় উল্লেখ করে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতককে উপহারসামগ্রী দেয়া হয়। তাঁদের চিকিৎসা-সংক্রান্ত সব ধরনের সুবিধা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময়ই অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া বিনামূল্যে তাঁদের সব ধরনের সেবা দেয়া হবে।