এবার বলিউডে আসছেন কীর্তি সুরেশ
সাদাকালো নিউজ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ। এবার বলিউডে অভিষেক হতে চলেছে এই নায়িকার। অ্যাটলি কুমারের প্রযোজনায় নতুন ছবিতে যে বরুণ ধাওয়ান অভিনয় করবেন, সে কথা সবারই জানা। সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণী পরিচালক কালেশ। আর এই সিনেমায় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কীর্তি।
আপাতত ছবির নাম রাখা হয়েছে ভিডি ১৮। কলাকুশলীরা জানাচ্ছেন, ছবিতে থাকবে সব চোখ ধাঁধানো অ্যাকশন সিক্যুয়েন্স। শোনা যাচ্ছে, অ্যাটলির এই ছবিতে অভিনয় করেই বলিউডে অভিষেক হবে কীর্তি সুরেশের। ইতোমধ্যে নাকি শুরু হয়ে গেছে শুটিংয়ের প্রস্তুতি। আগস্ট মাসেই শুরু হবে বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ জুটির অ্যাকশন ফিল্মের শুটিং। ‘মিস ইন্ডিয়া’, ‘রং দে’, ‘দাশারা’র মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ সাড়া ফেলেছেন এই অভিনেত্রী। বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে তামিল, তেলেগু, কন্নড় ছবির পর এবার বলিউড অর্থাৎ হিন্দি ছবিতেও অভিনয় করবেন দক্ষিণের এই জনপ্রিয় নায়িকা।
প্রসঙ্গত, গত ২৯ জুন মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘মামানান’ সিনেমা। তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম সিনেমার পর এবার হিন্দি সিনেমায় দেখা যাবে কীর্তি সুরেশকে।