এবার প্রেমের টানে ছুটে এলেন মেক্সিকান তরুণী
আমিরুল ইসলাম
প্রেমের কাছে সব কিছুই তুচ্ছ। প্রেম মানে না কোনো বাধা, ভৌগোলিক সীমারেখা, ধর্ম, বর্ণ। তাইতো প্রেমের টানে মানুষ সাত সমুদ্র তেরো নদী পার হতেও পিছুপা হন না। আর এমন ঘটনা প্রতিদিনই ঘটছে বিশ্বজুড়ে। এবার সেই টানে কলকাতার হাওড়ায় ছুটে এসেছেন মেক্সিকান এক তরুণী।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মেক্সিকো সিটির বাসিন্দা ওই তরুণীর নাম লেসলি দেলগাডো। যৌথ পরিবারের সদস্য লেসলি। সেখানে তাঁদের নির্মাণ সামগ্রীর পারিবারিক ব্যবসা রয়েছে। আর হাওড়ার বালির বাসিন্দা প্রেমিকের নাম অরিজিৎ ভট্টাচার্য। একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তাঁদের প্রেমের সম্পর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। করোনার লকডাউনের বিধিনিষেধে যখন গোটা বিশ্ব প্রায় থমকে যায় ঠিক তখনই তরতর করে এগিয়ে যায় অরিজিৎ-লেসলির প্রেম।
লেসলি ইংরেজিতে অতটা সাবলীল নন। কিন্তু ইচ্ছা থাকলে কিছুই বাধা নয়। ধর্ম, দূরত্ব, ভাষার ব্যবধান মুছে যায় নিমেষে। এমনই মায়া ভালোবাসার।
ফোনে দীর্ঘদিন কথা বলার পর দেখা করার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু মাঝে যে বিরাট দূরত্ব। প্রথমে ঠিক হয় অরিজিতেই যাবেন মেক্সিকোতে। কিন্তু পাসপোর্ট, ভিসার সমস্যার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু লেসলিও যথেষ্ট সাহসী। তিনিই ভারতে আসবেন বলে জানিয়ে দেন। কিন্তু প্রথম দেখা করেই তো বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নেয়া যায় না। যেমন ভাবা, তেমন কাজ। চলতি বছরের ২৯ এপ্রিল দিল্লি আসেন লেসলি। অন্যদিকে হাওড়া থেকে দিল্লি যান অরিজিৎ।