এবার পোশাকবিধিতে ঐতিহাসিক পরিবর্তন আনছে বিবিসি!
সাদাকালো নিউজ
পোশাকবিধিতে বৈপ্লবিক পরিবর্তন আনছে দ্য ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। আর ফর্মাল পোশাক নয়, সাধারণ পোশাক পরেই ঢোকা যাবে সংস্থাটির নিউজ রুমে। রিপোর্টারদের এমন পোশাক পরতে হবে যাতে ঘাম এবং পরিশ্রমের ছোঁয়া থাকে। আমি তোমাদেরই লোক- এই ধারণার সৃষ্টি করতে হবে।
সম্প্রতি বিবিসি’র ডিজিটাল ডিরেক্টর নাজা নিয়েলসন এই বার্তাটি দিয়েছেন কর্মীদের জন্য।
কিন্তু হঠাৎ কেন এই বার্তা? অনেকেই মনে করছেন, সম্প্রতি বিবিসি’র বানানো তথ্যচিত্র মোদী, দ্য ইন্ডিয়া কোয়েশ্চেন নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছে তাতে আরও বেশি বস্তুনিষ্ঠতার বিবিসি কর্মীদের উদ্বুদ্ধ করতে এই পোশাক পরিবর্তন করা হচ্ছে। আরও বেশি সাধারণ মানুষের কাছে, মাটির কাছাকাছি তারা যাতে পৌঁছাতে পারেন তার জন্যই এই বার্তা।
বিবিসি’র বানানো তথ্যচিত্রটি নিয়ে ভারতে এখনও হইচই চলছে। অনলাইনে ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছে। কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিবিসি’র মুম্বাই ও দিল্লি কার্যালয়ে আয়কর বিভাগ দীর্ঘ অভিযান চালিয়েছে।
৬০ ঘণ্টার তল্লাশির সময় সাংবাদিকসহ কর্মীদের অফিস ছেড়ে যেতে দেওয়া হয়নি। তাদের ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়।