এবার নেটফ্লিক্সে জনি-অ্যাম্বারের বিবাদ
সাদাকালো নিউজ
হলিউড অভিনেতা জনি ডেপ ও তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের দাম্পত্য কলহের কথা তো সবার জানা। এ নিয়ে মামলা-পাল্টা মামলায় জমে উঠেছিল হলিউডপাড়া। চর্চিত সেই মামলার রায় যায় জনি ডেপের পক্ষে। এবার এই দুই তারকার বিবাদ উঠে আসবে নেটফ্লিক্সের পর্দায়।
সম্প্রতি ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করেছে নেটফ্লিক্স। এতে উঠে আসবে জনি ও অ্যাম্বারের মধ্যে চলা আদালতের মামলার খুঁটিনাটি এবং দুই তারকার মধ্যকার দীর্ঘস্থায়ী বিরোধগুলো। তথ্যচিত্রে গুরুত্ব দেওয়া হবে বিশ্বে বিচার সম্প্রচারের প্রভাব, চূড়ান্ত রায়ের ওপর অনলাইন মিডিয়া কাভারেজ এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার দিকে।
জানা গেছে, ‘ডেপ ভার্সেস হার্ড’ তিন পর্বের ডকুমেন্টারি সিরিজটি চলতি বছরের ১৬ আগস্ট মুক্তি পাবে। তবে যুক্তরাজ্যে কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখনো কোনো ঘোষণা আসেনি।
হলিউডের সবচেয়ে আলোচিত ঘটনায় নির্মিত নতুন এই তথ্যচিত্রের পরিচালক ও নির্বাহী প্রযোজক হলেন এমা কুপার। তিনি ‘দ্য মিস্ট্রি অব মেরিলিন মনরো: দ্য আনহার্ড টেপস’ এবং সেই সাথে ‘ম্যাডেলিন ম্যাককান’ এবং ‘বিক্রম: যোগী’, ‘গুরি’, ‘প্রিডেটর’-এর মতো কাজের জন্য সুপরিচিত।