এবার তায়কোয়ান্দোতে চট্টগ্রামের আধিপত্য
সাদাকালো নিউজ
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এর তায়কোয়ান্দোতে একক আধিপত্য ছিল চট্টগ্রাম বিভাগের। ১৫ স্বর্ণপদকের ১০টি জিতেছে বিভাগটি। এছাড়া ৪ রুপা ও ১০ ব্রোঞ্জ মিলিয়ে ২৪টি পদক নিয়ে সম্মিলিত পদক তালিকার শীর্ষে চট্টগ্রাম। ঢাকা ও রাজশাহী পেয়েছে দুটি করে স্বর্ণ, আরেকটি ময়মনসিংহ বিভাগের। ১৫ পদক নিয়ে এ ডিসিপ্লিনে সম্মিলিত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। ৭ পদক নিয়ে তৃতীয় স্থানে রাজশাহী বিভাগ। খুলনার অর্জন ১ রুপা ও ৩ ব্রোঞ্জ। রংপুর বিভাগ ১টি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছে।
হ্যান্ডবল তরুণী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। ফাইনালে রংপুর ৩০-১৭ গোলে ঢাকা বিভাগকে হারিয়েছে। ব্রোঞ্জ জিতেছে রাজশাহী বিভাগ। জুডো প্রতিযোগিতার শেষ দিনে অনূর্ধ্ব-৪৫ কেজিতে চট্টগ্রাম বিভাগের ইব্রাহিম খলিলুল্লাহ স্বর্ণ, একই বিভাগের শওকতুল ইসলাম রুপা এবং ঢাকার রমজান আলী ও রাজশাহীর আরমান ব্রোঞ্জ জিতেছেন। অনূর্ধ্ব-৫০ কেজিতে স্বর্ণ জিতেছেন চট্টগ্রাম বিভাগের আপ্রুসে শাই মারমা। রুপা জিতেছেন বরিশালের ইউসুফ খান ফাহিম। ব্রোঞ্জ জয় করেন রাজশাহীর সামিউল ইসলাম ও খুলনার খাইরুল ইসলাম। অনূর্ধ্ব-৫৫ কেজিতে ঢাকার ইব্রাহিম স্বর্ণ, একই বিভাগের উসাচিং মারমা রুপা, খুলনার শিপন আলী ও রাসেল গাজী ব্রোঞ্জ জিতেছেন।
তরুণী অনূর্ধ্ব-৫২ কেজিতে রংপুরের তাশরাফি তাবাছুম স্বর্ণ, একই বিভাগের নাজমিন খাতুন রুপা এবং রাজশাহী বিভাগের মাহফুজা আক্তার বিলাসি ও বরিশালের জাকিয়া জান্নাত জুঁই ব্রোঞ্জ জিতেছেন। অনূর্ধ্ব-৫৭ কেজিতে খুলনার সুমাইয়া ইয়াসমিন স্বর্ণ, চট্টগ্রামের রাজিয়া আক্তার রুপা এবং রংপুরের অনিকা আক্তার ও ময়মনসিংহের কুমকুম আক্তার ব্রোঞ্জ জিতেছেন। ৫৭+ কেজিতে খুলনা বিভাগের ফাবিহা বুশরা স্বর্ণ, একই বিভাগের মোহনা খাতুন রুপা এবং রাজশাহীর জেমী আক্তার ও ঢাকার মেহরীন খান ব্রোঞ্জ জিতেছেন।