এবার এশিয়া কাপেও অনিশ্চিত বুমরাহ
সাদাকালো নিউজ
দীর্ঘ দিন ধরেই দলের বাইরে আছেন ভারতের অন্যতম ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। পিঠের চোটের কারণে দীর্ঘ এই সময় ধরে তাকে মাঠে দেখা যাচ্ছে না। গত বিশ্বকাপের পরপরই চোটের কারণে ভারতের সব ধরনের সিরিজ থেকে বাদ পড়েন এই গতিময় বোলার।
চোটের কারণে আসন্ন আইপিএলেও তাকে দেখা যাবে না। আর আসন্ন এশিয়া কাপেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমনটা হলে তাকে ছাড়াই এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে হবে রোহিত শর্মাদের।
সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হলেও বুমরাহকে অনন্ত ছয় মাস মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে দ্রুতই তাকে মাঠে ফেরাতে মরিয়া ভারত। কারণ, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে তাকে পাওয়াই বিসিসিআই’র অন্যতম প্রধান লক্ষ্য।
যদিও বুমরাহর অনন্ত ৬ মাস মাঠের বাইরে থাকার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দেশটির একাধিক সংবাদমাধ্যম বলছে, ক্রিকেটে ফিরতে বুমরাহর সময় লাগবে।