এবার আটকে গেল ‘দ্য ব্যাটম্যান’
সাদাকালো নিউজ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে চরম রাজনৈতিক সংকট। বর্তমান এই সংকটের কারণে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া।
এবার দেশটির সাংস্কৃতিক অঙ্গনেও বিরুপ প্রভাব পড়তে চলেছে। যার কারণে বিগ বাজেটের হলিউড মুভিগুলো রাশিয়ার হল গুলোতে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে।
এদিকে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নার ব্রাদার্স এবং সনিসহ সকল এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান। আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের সংকট সমাধান না হলে রাশিয়ায় বহুল প্রত্যাশিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান’ ও ‘মরবিউস’র মুক্তি স্থগিত করেছে ওয়ার্নার ব্রাদার্স এবং সনি।
ইতোমধ্যে ‘টার্নিং রেড’ সিনেমাটির মুক্তি স্থগিত করেছে পিক্সার।