এবার আইপিএলে ‘অনিশ্চিত’ বুমরাহ
সাদাকালো নিউজ
পিঠের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন ভারতের তারকা ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহ। এতে নিশ্চিত বলাই যায়, বোলিং লাইনআপে কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে মুম্বাই।
পিঠের চোটের কারণে গত পাঁচ মাস ধরে জাতীয় দলের বাইরে আছেন বুমরাহ। গুঞ্জন রয়েছে, শিগগিরই তার পিঠে অস্ত্রোপচার হতে পারে। কারণ, তিনি এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি। যে কারণে গত বছর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি এই গতিময় বোলার।
এদিকে আগামী ৭ জুন থেকে ওভালে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠছে, এটাও প্রায় নিশ্চিত। চোটের কারণে এখানেও অনিশ্চিত এই ফাস্ট বোলার।
অন্যদিকে ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) বিসিসিআই মেডিকেল স্টাফরা তাকে সবরকম সাহায্য করছেন। সম্পূর্ণ চিকিৎসার দায়িত্বও নিয়েছে প্রতিষ্ঠানটি। এনসিএ’তে ম্যাচ সিমুলেশন অনুশীলনও করেছিলেন বুমরাহ।