এফডিসির চলচ্চিত্র আর ঘুরে দাঁড়াবে না: বাপ্পারাজ
নাফিজা আক্তার
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ১৯৮৬ সালে বাবা নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ ছবির সুবাদে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল ছবিতে। সর্বশেষ তাকে দেখা গেছে ‘পোড়ামন-২’য়ে। অভিনয়ে এখন আর নিয়মিত নন এই তারকা।
দীর্ঘ ২ বছর পর গেল রোববার এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে এসেছিলেন বাপ্পারাজ। খ্যাতিমান পরিচালক আজিজুর রহমানের শেষ শয্যায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানে আরও উপস্থিত ছিলেন নায়করাজপুত্র সম্রাট। শেষ মুহূর্তে সেখানে যোগ দেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।
কথার ফাঁকে দেশের একটি গণমাধ্যমকে বাপ্পারাজ বলেন, এখনকার চলচ্চিত্র নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমার মনে হয় এফডিসির চলচ্চিত্র আর কখনো ঘুরে দাঁড়াবে না। যদি বিশ্বাস না হয় এই কথা আমি লিখে দিতে পারি। এফডিসিতে চলচ্চিত্র নির্মাণের মতো কেউ আর নেই। তবে সিনেপ্লেক্সকেন্দ্রিক কিছু সিনেমা হয়তো নির্মিত হতে পারে।
চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বাপ্পারাজ বলেন, এখানে কারা প্রতিনিধিত্ব করছেন? এখানকার মানুষজন সরকারের কতদূর পর্যন্ত যেতে পারেন? তাদের কী সেইভাবে কোনো পরিচিতি আছে? যেখানে কাজী হায়াতের মতো মানুষের সম্মান দিতে পারি না। সেখানে কার কী ভূমিকার কথা বলবেন? শিল্পী সমিতিতে শিল্পীরা এসে বিশ্রাম নেবে, পড়াশোনা করবে, এটা তো রাজনীতির জায়গা না। কে বোঝাবে তাদের?