এখনো বাংলাদেশের হয়ে খেলতে চান খালেদ মাহমুদ সুজন
নাফিজা আক্তার
বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর, বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, দেশের হয়ে খেলার চাইতে আনন্দের কিছু একজন ক্রিকেটারের নেই। আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাট খেলতে ক্রিকেটারদের অনীহা তাই অবাক করেছে তাকে।
সম্প্রতি ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলে গেছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক অবস্থা এখন তার নেই। কিছুদিন বিরতি দরকার। এরপর জানিয়েছেন, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগ্রহই পাচ্ছেন না।
দেশের একটি গণমাধ্যমকে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওরা চারজন তো বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন ধরেই আজকে এত বড় ক্রিকেটার হয়েছে। ওদের পেছনে বাংলাদেশ ক্রিকেটের অনেক বিনিয়োগ। বাংলাদেশ দলের যখন প্রয়োজন তখন তো তাদের পাওয়ার কথা।’
সাবেক এই অধিনায়ক বলেন, ‘এটা তো কারও ব্যক্তিগত দল না। পাপন ভাইয়ের দল না। এটা বাংলাদেশ দল। বাংলাদেশ দলের হয়ে খেলার মত আনন্দ তো আর কিছুতে থাকার কথা না।’
দীর্ঘদিন আগে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলা সুজন এখনও বাংলাদেশ দলের হয়ে খেলার তাড়না বোধ করেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সেই তাড়না যেন কম। সুজন তাই স্পষ্টভাবে বলে দিলেন, ‘খেলোয়াড়দের জোর করে খেলানোর সাধ্য বোর্ডের নেই।’
তিনি বলেন, ‘আমি তো অন্য কারো মনের মধ্যে যেতে পারবো না। আমি এখনও খেলতে চাই। আমার বয়স ৫১ হলেও মন চায় বাংলাদেশের জার্সি পরে খেলি।