এখনো এমবাপ্পের রয়েছে অপূর্ণ স্বপ্ন
সাদাকালো নিউজ
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বকাপ জিতেছেন। যা বড় বড় তারকা খেলোয়াড়রা এক জীবনেও জিততে পারেন না। কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছিলেন গোল্ডন বুট। বিশ্বকাপ শেষেই পেয়েছেন ফ্রান্সের অধিনায়কত্ব। একজন ফুটবলারের জীবনে আর কি স্বপ্ন থাকতে পারে?
কিলিয়ান এমবাপ্পের অবশ্য আরও একটি স্বপ্ন অপূর্ণ রয়েছে। আর সেটা হলো ফ্রান্সের হয়ে অলিম্পিকে খেলা।
২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসের আয়োজক ফ্রান্স। প্যারিসে জন্ম ও বেড়ে ওঠা এমবাপ্পে এই গেমসে খেলে তার অপূর্ণ স্বপ্ন পূর্ণ করতে চান।
এ বিষয়ে এমবাপ্পে বলেছেন, ‘আমি জানি না আসলে অলিম্পিক দলে সুযোগ পাব কিনা। তবে আমি অলিম্পিকে ফ্রান্সের হয়ে খেলতে চাই। সবাই জানে আমি সব সময় অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন দেখে আসছি।’
তিনি আরও বলেন, ‘অবশ্য অলিম্পিকে খেলার বিষয়টি আমার ওপর নির্ভর করে না। অনেক বিষয় বিবেচনার আছে এখানে। অবশ্য আমি জোরাজুরিও করবো না। কারণ, এটা ফিফা ক্যালেন্ডারেরও অংশ নয়। ফ্রান্সের মানুষ যদি না চায় তাহলে আমি খেলবো না।’
২০২৪ প্যারিস অলিম্পিক ২৬ জুলাই শুরু হয়ে চলবে ১১ আগস্ট পর্যন্ত।