একা থাকলেই প্রতি মাসে পাবেন ৫৩ হাজার টাকা!
সাদাকালো নিউজ
নিজের বাড়ি ঘর ছেড়ে অন্যত্র বসবাস করলে মাসে সরকারের পক্ষ থেকে ৫৩ হাজার টাকা দেওয়া হবে। দক্ষিণ কোরিয়ার তরুণ-তরুণীদের জন্য এমনই প্যাকেজ ঘোষণা করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের
দেশটির লিঙ্গ সমতা ও পরিবার মন্ত্রণালয় এ সপ্তাহে ঘোষণা দিয়েছে, যারা পরিবার ছেড়ে অন্যত্র বসবাস করবে তাদের সরকারের পক্ষ থেকে শিক্ষা, চাকরি ও চিকিৎসা ব্যয় বহন করা হবে।
এ ধরনের অবস্থাকে জাপানি ভাষায় বলা হয় ‘হিকিকোমোরি’। যার অর্থ পেছনের দিকে চলা। এ কাজের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সরকার তরুণ প্রজন্মকে পরিবার থেকে দূরে রেখে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রে যাওয়াকে সহজ করতে চায়।
চলতি সপ্তাহে এ ধরনের প্রকল্প চালু করা হয়। মূলত কোরীয় নাগরিকদের মধ্যে যাদের বয়স নয় থেকে ২৪ বছর এবং যারা জাতীয় গড় আয়ের চেয়ে কম উপার্জন করে এমন পরিবারে থাকে, তারা প্রতি মাসে এই ভাতা পাবেন। দক্ষিণ কোরিয়ায় চার সদস্যের একটি পরিবারের মাসিক গড় আয় প্রায় ৫৪ লাখ ওন (প্রায় ৪ লাখ ৪১ হাজার টাকা)৷
কোরিয়া ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ থেকে ৩৯ বছর বয়সী কোরীয়দের মধ্যে প্রায় ৩ দশমিক ১ শতাংশই নিঃসঙ্গ বা একাকী, যারা সীমিত জায়গায় বসবাস করে, নির্দিষ্ট সময়ের বেশি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকে এবং স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে লক্ষণীয় অসুবিধায় রয়েছে।
সে হিসাবে, দেশটির প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ নিঃসঙ্গ এবং এদের ৪০ শতাংশই বয়ঃসন্ধিকালে বিচ্ছিন্ন হতে শুরু করে। এর পেছনে আর্থিক কষ্ট, মানসিক অসুস্থতা, পারিবারিক সমস্যা, স্বাস্থ্যগত চ্যালেঞ্জসহ বিভিন্ন কারণের ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।
ভুক্তভোগী তরুণরা স্থানীয় প্রশাসনিক কল্যাণ কেন্দ্রে ভাতার জন্য আবেদন করতে পারবে। তবে তাদের পক্ষে অভিভাবক, পরামর্শদাতা বা শিক্ষকরাও আবেদন করতে পারবেন।